
স্কুল-কলেজ খোলার ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা: ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান
দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এইচএসসি পরীক্ষা আয়োজনের জন্য আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। সেটার জন্য দিনক্ষণ ঘোষণার মতো পরিস্থিতি এখন নেই। আর ঢাকা বোর্ডের চেয়ারম্যানও মে মাসে এইচএসসি পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলছেন, লকডাউন উঠে গেলে ১৫ দিনের মধ্যে এই পরীক্ষা আয়োজন সম্ভব।
সম্প্রতি ভারতে দ্বাদশ শ্রেণির পাবলিক পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। দেশটিতে জুলাই মাসে এই পরীক্ষা আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। সেই খবরেই মূলত বাংলাদেশেও এইচএসসি পরীক্ষা আয়োজনের দিনক্ষণ নিয়ে আলোচনা শুরু হয় নতুন করে।
সূত্রের এমন বক্তব্য অবশ্য নাকচ করে দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক মু. জিয়াউল হক। সারাবাংলাকে তিনি বলেন, ভারতে যে পরীক্ষাটির রুটিন করা হয়েছে সেটি আংশিক। বেশিরভাগ পরীক্ষা আগেই হয়ে গেছে। তিনটি পরীক্ষা বাকি ছিল, সেগুলো জুলাইয়ে হবে। তবে আমাদের এখানে তেমন কিছু হওয়াকে আমরা আত্মঘাতী মনে করছি। এটা করোনা সংক্রমণ বাড়িয়ে দেবে।
দেশে চলমান মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলে সেপ্টেম্বরের আগে দেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগে করোনা বিদায় নেবে, তারপরেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। করোনা পরিস্থিতি যদি না বদলায় তাহলে সেপ্টেম্বরের আগে কোনও স্কুল-কলেজ খুলবে না।’
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে সেপ্টেম্বরের আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন সম্ভব হবে না। তবে পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে তার ১৫ দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক ও সমমানের এ পরীক্ষার আয়োজন করা হবে। কিন্তু পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি এখনও অনেকাংশেই অনিশ্চিত।