
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি । আজ ২৯ মার্চ নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর।
গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৯ জনের। এদের মধ্যে কারো শরীরে করোনা ভাইরাস নেই। নতুন কোন করোনা রোগী শনাক্ত না হওয়ায় করোনা রোগীর মোট সংখ্যা ৪৮ জনই। এদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। এবং চিকিৎসাধীন আছেন ২৮ জন। রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার কিছুক্ষণ পরে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক সেব্রিনা ফ্লোরা।
এর আগে শনিবার (২৮ মার্চ) আইইডিসিআর জানায়, দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।
অন্যদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৩০ হাজার ৮৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ১৮৩ জন।
এর আগে বাংলাদেশে গত ৮ মার্চ প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়।