
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ইতালিতে আরও ৬৬২ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে যেন এক মৃত্যুপরী হয়ে গেছে। মৃত্যুর মিছিল যেন থামছেই না।
নতুন করে ৬৬২ জনের মৃত্যুর পর এখন পর্যন্ত মোট ইতালিতে মৃতের সংখ্যা দাড়াল ৮ হাজার ১৬৫ জনে। ২৬ মার্চ ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছেন।
ইতালিতে করোনা ভাইরাস আতঙ্কে প্রায় ৬ কোটি মানুষ মানুষ গৃহবন্দি হয়ে আছে। ইতালিতে গত ২৪ ঘন্টায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৫৩ জন। এ নিয়ে মোট ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলো করোনা ভাইরাসে। এদের মধ্যে এখন পর্যন্ত ১০ হাজার ৩৬১ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।
প্রাণঘাতী করোনা ভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান থেকে সাড়া বিশ্বের প্রায় ১৯৮ টি দেশে ছড়িয়ে পড়েছে। এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাদ পড়েনি বাংলাদেশ ও ।
গত ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হয়। আইইডিসিআরের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে মারা গেছেন ৫ জন। এবং আক্রান্ততের মধ্য থেকে ১১ জন সুস্থ হয়েছেন।