You are here
Home > news >

করোনা ভাইরাস সন্দেহে ভর্তি নিল না ৪ হাসপাতাল, মুক্তিযোদ্ধার করুণ মৃত্যু

করোনা ভাইরাস সন্দেহে এক মুক্তিযোদ্ধাকে ভর্তি নেয় নি ৪ টি হাসপাতাল এমন একটি অভিযোগ উঠে এসেছে। জানা যায় করোনা ভাইরাস সন্দেহে চিকিৎসা না পেয়ে মো: আলমাস উদ্দিন নামের এক মুক্তিযোদ্ধার করুণ মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে সেই মুক্তিযোদ্ধার পরিবার।

খবর ‍নিয়ে জানা যায় রাজধানির মুগদা হাসপাতালে রোববার সকালে তার মৃত্যু হয়। মৃত মুক্তিযোদ্ধা আলমাসের বয়স হয়েছিল ৬৮ বছর। পরিবার থেকে জানায় মৃত্যুর আগে সেই অসুস্থ মুক্তিযোদ্ধাকে ৪ টি হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু কোন হাসপাতাল তাকে ভর্তি করেন নি । জানা যায় করোনা সন্দেহের কারণে তাকে ভর্তি করানো হয় নি।

তবে মৃত মুক্তিযোদ্ধা আলমাসের বড় ছেলে আরিফ হাসানের অভিযোগ, শনিবার তার বাবা নিজ বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান হয়েছিলেন।

 

 

এর পর তাকে বারডেম হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, পপুলার হাসপাতাল ও কুয়েতমৈত্রী হাসপাতালে নেয়া হলে করোনা আক্রান্ত সন্দেহে কোনো হাসপাতালই ভর্তি করতে রাজি হয়নি।

‘পরে রাত ১২টায় মুগদা হাসপাতালে ভর্তি করা সম্ভব হলেও ততক্ষণে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। এ অবস্থায় রোববার সকালে সেখানেই মারা যান বাবা।’

মৃত্যুর পর ডেথ সার্টিফিকেটেও ব্রেইন স্ট্রোকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান আরিফ।

resultexplore
😎😎Don’t try to be like me. Try to be like yourself. Try to be very good at being yourself.😎😎

Leave a Reply

Top